মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
চার দফা দাবি লক্ষে ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার টানা ২৫ দিনের মতো কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে অবস্থান কর্মসূচী পালন করে। সকাল ১০-৪০ মিনিট থেকে ১১:২০ মিনিট পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়।
ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী মো: সজিব শেখ, ইয়াসিন, হযরত আলী, সিয়াম, মীম, উমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল প্রমুখ।
এ সময় ম্যাটস শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমাদের ৪ দফা দাবির মধ্যে একটি দফা ৪ বছরের ম্যাটস একাডেমিক কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে লগ বুকসহ ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপ এর অনুমোদন দিয়েছে। আগামীতে আমরা যদি আন্দোলন অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের বাকি দফা গুলো বাস্তবায়ন হবে। আর তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে ।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির জন্য ৪ বছরের ম্যাটস একাডেমিক কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে লগ বুকসহ ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপ এর অনুমোদন দেয়।
প্রিন্ট