পশুপ্রাণি পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি )দুপুরে উপজেলার পৌর সদরের রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ স্কুলের নিজস্ব মাঠ বালুচরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩০ টি স্টল অংশগ্রহন করে। এতে খামারিদের দেশি বিদেশি বিভিন্ন প্রকার পাখি,ষাঁড় গরু,গাভী গরু,হাঁস, মুরগী, ভেড়া প্রদর্শন করা হয়।
প্রিন্ট