ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন”। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র্যালি শহরের বিভিন্ন শহর প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, ভৈরবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা, প্রনীজসম্পদ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার । অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল কৃষ্ণ ব্যাপারী।
প্রিন্ট