কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে।পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, রাতে সীমান্ত এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
প্রিন্ট