কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস পুষ্পমাল্য অর্পণ করেন ।
পরে খোকসা পৌরসভা মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক,এমপির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীগন, খোকসা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু হয়ে খোকসা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। খোকসা সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন,খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন প্রাক-প্রাথমিক স্কুলের শিক্ষকগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শুদ্ধ বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খোকসা পৌরসভা, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয়।

প্রিন্ট