জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ভেড়ামারা উপজেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আগামীকাল ১৮ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে বর্ণিল সাজে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সম্মাননার আয়োজন করা হয়েছে।
১৯২৪ সালে এলাকার বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন(জয়নাল গার্ড) এই বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এই বিদ্যাপীঠের অগ্রণীযাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ কেউ এখন প্রবাসী আবার কেউ রয়েছেন সরকার দফতরের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ড.এম আলাউদ্দিন জানান, তিনিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটি সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে পালিত হবে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারী সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা আত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসার ড.এম আলাউদ্দিন আনুষ্ঠানিকভাবে লাল পিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।
প্রিন্ট