কুষ্টিয়ার খোকসায পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজ এর অধ্যক্ষ মোহম্মদ বেলাল উদ্দিন, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর টিম ম্যানেজার আব্দুল্লাহ মুহম্মদ কুরাইশী।
এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন খান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, খোকসা উপজেলার বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলিম রেজা এবং মনিটরিং অফিসার মোঃ কামরুজ্জামান ।
কর্মশালায় খোকসা উপজেলার ৩১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তাগণ পাঠাভ্যাস উন্নয়ন উদ্বুদ্ধকরণ কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রিন্ট