মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নে আব্দুল মজিদ একাডেমি গৃহগ্রাম স্কুলের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী বেলা ১০ টার সময় আব্দুল মজিদ একাডেমি গৃহগ্রাম স্কুলের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ একাডেমি গৃহগ্রাম ও সাবেক প্রশাসক জেলা পরিষদের মাগুরা এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনায় ও পরিচালনায় আব্দুল মজিদ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ চন্দ্র, সহকারী প্রধান শিক্ষক অলোক কুমার সাহা, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সৈয়দ জয়নুল আবেদীন, বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সাবেক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ জামির হোসেন, যুগ্ম আহবায়ক-১ জেলা যুবলীগ আলী আহম্মেদ আহাদ, পৌর কাউন্সিলর শাকিব হাসান তুহিন, জেলা ছাত্র লীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রিন্ট