কুষ্টিয়ার খোকসায় ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজনে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার ফজলুল হক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার, প্রধান শিক্ষক উম্মে সালমা খানম, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম । আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীবিন্দু। প্রথম দিনে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
ছবি:
প্রিন্ট