ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম Logo স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরা বগিয়ায় দেড় লাখ টাকার মেহগনি গাছ অবৈধভাবে কাটলো দুঃস্কৃতিকারীরা

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নে বগিয়া গ্রামে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বেশ কয়েকটি মেহেগুনি গাছ কেটে ফেলে নিয়ে যায় দুঃস্কৃতিকারী লোকজন। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় সরেজমিনে দেখা যায় গাছ কাটার নমুনা দৃশ্য।

বগিয়া গ্রামের সৈয়দ তফিকুল ইসলাম জানান গত শুক্রবার ১০ ফেব্রুয়ারী ভোর অনুমান ৬ টার সময় বগিয়া গ্রামের দুঃস্কৃতিকারী মৃত কফিল শেখ এর পুত্র হারুন শেখ (৬৫), হারুন শেখ এর ছেলে কালু শেখ (৩৫)। তারা তফশীল ভুক্ত আর এস ২৯৮৮ দাগের ৬৭ শতক জমির উপরে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশ কয়েকটি মেহগনি গাছ কাটে দুঃস্কৃতকারীরা তাদের ভাড়াটিয়া পরিচিত সস্ত্র বাহিনী দিয়ে এবং কিছু গাছ কেটে অন্য জায়গায় সরিয়ে দেয়। আমি গাছ কাটার সময় বাধা দিলে তারা আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে। সেখান থেকে তফিকুল ইসলাম কৌশলে সরে এসে পুলিশির সহায়তা নেয়।

পুলিশ ঘটনা স্থলে এসে ভূমিদস্যু হারুন শেখ সহ সকলকে গাছ কাটার স্থানে পায় এবং কালুকে গ্রেফতার করে গাড়িতে তোলে। কিছুক্ষণ পরে স্থানীয় লোকের জিম্মায় তাকে ছেড়ে দিয়ে বিকাল ৪ টার সময় মাগুরা সদর থানায় উপস্থিত হতে বলে। বিরোধীয় সম্পত্তি ১৫৯/০৭ দেওয়ানী পিএ বিচারাধীন আছে যার তফশিল এস এ খতিয়ান ৬৫৮ দাগ ১৮৬৭ জমির পরিমাণ ৬৭ শতক, আর এস খতিয়ান ২৯৮৮ জমির পরিমাণ ১ একর ৫৬ অংশে ৬৭ শতক।

ঘটনার এবিষয়ে সত্যতা স্বীকার করে খায়ের শেখ, কালু শেখ, পিকুল শেখ, পারুল শেখ ও হারুন শেখ বলেন এই জমি আমরা ৪ ভাই মিলে ১৯৯০ সালে জমি ক্রয় করে ছিলাম। আমাদের জমির মেহগনি গাছ আমরা কেটেছি অন্যায় তো কিছু করি নাই। জমি সম্পর্কে সৈয়দ তফিকুল ইসলাম বলেন ১৯৬৫ সালে আমার বাপ-দাদার নামে এই জমি কিভাবে তারা জোর করে গাছ কাটলো এটা সম্পূর্ণ ভাবে আইনগত অপরাধ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম

error: Content is protected !!

মাগুরা বগিয়ায় দেড় লাখ টাকার মেহগনি গাছ অবৈধভাবে কাটলো দুঃস্কৃতিকারীরা

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নে বগিয়া গ্রামে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বেশ কয়েকটি মেহেগুনি গাছ কেটে ফেলে নিয়ে যায় দুঃস্কৃতিকারী লোকজন। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় সরেজমিনে দেখা যায় গাছ কাটার নমুনা দৃশ্য।

বগিয়া গ্রামের সৈয়দ তফিকুল ইসলাম জানান গত শুক্রবার ১০ ফেব্রুয়ারী ভোর অনুমান ৬ টার সময় বগিয়া গ্রামের দুঃস্কৃতিকারী মৃত কফিল শেখ এর পুত্র হারুন শেখ (৬৫), হারুন শেখ এর ছেলে কালু শেখ (৩৫)। তারা তফশীল ভুক্ত আর এস ২৯৮৮ দাগের ৬৭ শতক জমির উপরে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশ কয়েকটি মেহগনি গাছ কাটে দুঃস্কৃতকারীরা তাদের ভাড়াটিয়া পরিচিত সস্ত্র বাহিনী দিয়ে এবং কিছু গাছ কেটে অন্য জায়গায় সরিয়ে দেয়। আমি গাছ কাটার সময় বাধা দিলে তারা আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে। সেখান থেকে তফিকুল ইসলাম কৌশলে সরে এসে পুলিশির সহায়তা নেয়।

পুলিশ ঘটনা স্থলে এসে ভূমিদস্যু হারুন শেখ সহ সকলকে গাছ কাটার স্থানে পায় এবং কালুকে গ্রেফতার করে গাড়িতে তোলে। কিছুক্ষণ পরে স্থানীয় লোকের জিম্মায় তাকে ছেড়ে দিয়ে বিকাল ৪ টার সময় মাগুরা সদর থানায় উপস্থিত হতে বলে। বিরোধীয় সম্পত্তি ১৫৯/০৭ দেওয়ানী পিএ বিচারাধীন আছে যার তফশিল এস এ খতিয়ান ৬৫৮ দাগ ১৮৬৭ জমির পরিমাণ ৬৭ শতক, আর এস খতিয়ান ২৯৮৮ জমির পরিমাণ ১ একর ৫৬ অংশে ৬৭ শতক।

ঘটনার এবিষয়ে সত্যতা স্বীকার করে খায়ের শেখ, কালু শেখ, পিকুল শেখ, পারুল শেখ ও হারুন শেখ বলেন এই জমি আমরা ৪ ভাই মিলে ১৯৯০ সালে জমি ক্রয় করে ছিলাম। আমাদের জমির মেহগনি গাছ আমরা কেটেছি অন্যায় তো কিছু করি নাই। জমি সম্পর্কে সৈয়দ তফিকুল ইসলাম বলেন ১৯৬৫ সালে আমার বাপ-দাদার নামে এই জমি কিভাবে তারা জোর করে গাছ কাটলো এটা সম্পূর্ণ ভাবে আইনগত অপরাধ।