ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুখালীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুতঃ ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি Logo বোয়ালমারীতে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo মধুখালীতে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের, আহত ২ জন Logo সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Logo ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন Logo ১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস Logo চুয়াডাঙ্গার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার Logo ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর স্বপ্ন অটো শোরুম উদ্বোধন Logo তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ৪ পালাতক ৪ আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামে এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, সোমবার রাতে ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে মো. দেলবার, তার ভাই মো. ফিরোজ, ফিরোজের ছেলে মো. সবুজ, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে মো. হেলাল।

র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ৩ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতেই মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের পর থেকেই সাত আসামি আত্মগোপনে চলে যান।

রায় ঘোষণার পর থেকেই র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এ মামলার আসামিদের গ্রেফতার করতে কাজ শুরু করেন। মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

কালুখালীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুতঃ ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি

error: Content is protected !!

কুষ্টিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ৪ পালাতক ৪ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামে এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, সোমবার রাতে ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে মো. দেলবার, তার ভাই মো. ফিরোজ, ফিরোজের ছেলে মো. সবুজ, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে মো. হেলাল।

র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ৩ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতেই মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের পর থেকেই সাত আসামি আত্মগোপনে চলে যান।

রায় ঘোষণার পর থেকেই র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এ মামলার আসামিদের গ্রেফতার করতে কাজ শুরু করেন। মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”


প্রিন্ট