কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতবাড়িয়া গড়াই নদীর বাম তীরে দুই কিলোমিটার মেটেরিয়াল সংরক্ষণের জন্য কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ২০২২-২০২৩ অর্থবছরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া পওর বিভাগধীন গড়াই নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য খোকসা উপজেলায় বেতবাড়ীয়া ইউনিয়নের গড়াই নদী ড্রেজিং ও তীরে ৪ কিলোমিটার সংরক্ষণের জন্য শোলপ পরিবক্ষ কাজের উদ্বোধন শেষে দোয়া করা হয়।
প্রিন্ট