কুষ্টিয়ার খোকসায় খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আনিস-উজ্-জামান স্বপন, শোমসপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খালেকউজ্জামান মিজান এর বাবা হাজ্বী আজাহার আলী মাস্টার এর ইন্তেকাল ও দাফন সম্পন্ন।
পারিবারিক সূত্রে জানা যায় বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন । শুক্রবার ভোর ৫ঃ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর।
মরহুমের জানাযা’র নামাজ শুক্রবার বাদ জুম্মা সন্তোষপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে সন্তোষপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ধোকড়াকোল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে খোকসা উপজেলা বিএনপি ও জেলা বিএনপি অঙ্গ সংগঠনের ও খোকসা প্রেসক্লাব এর পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি ছলে,মেয়ে নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
প্রিন্ট