আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আক্তারুজ্জামান মিঠু ভেড়ামারা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের দিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতেই প্রেসক্লাবে হাজির হয়েছি।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আজকের সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল মঙ্গলবার জাতীয় একটি দৈনিকে ‘আ.লীগ ও জাসদ নেতারা মিলেমিশে পদ্মার বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা অসত্য ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে কোনো এক স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্য হাসিল করতে চাই। এজন্য ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়ে উক্ত প্রতিবেদন প্রকাশ করিয়ে আমাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপচেষ্টা চালাচ্ছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আপনাদের প্রতি আমার অনুরোধ ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ‘সরকার’ পরিচালনা করছে। উক্ত সময়ের মধ্যে আমি বালু ঘাট দখল, টেন্ডার বানিজ্যে জড়িত কিনা অথবা ক্ষমতার অপব্যবহার করে কোন অবৈধ সুযোগ সুবিধা নিয়েছি কিনা, সেটি আপনারা তদন্ত করে দেখবেন। দেখার অনুরোধ রইলো।
সাংবাদিক বন্ধুরা,
আমি যতটুকু জানি তিনটি ইউনিয়নে ঘাট ইজারার মাধ্যমে বালু উত্তোলন হয়। তবে এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, কোনদিন ছিলোনা।
আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে জানাতে চাই, বালু উত্তোলনের সাথে আমার নাম জড়িয়ে আমাকে এর সাথে সম্পৃক্ততার যে অভিযোগ নিয়ে আসা হয়েছে, তা প্রত্যাক্ষাণসহ প্রকাশিত সংবাদের অভিযোগসমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
|
সেই সাথে গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে সঠিক সংবাদ প্রকাশ করারও অনুরোধ রইলো।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসরেকুল হক রোজেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ১ নম্বর সদস্য ও ডাকবাংলো মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন, ভেড়ামারা উপজেলা বাংলাদেশ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন প্রমুখ।
প্রিন্ট