কুষ্টিয়ার খোকসায় বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খোকসা থানা পুলিশ কর্তৃক আয়োজিত থানা চত্বরে এক সমাবেশে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম।
প্রধান অতিথিত তার বক্তব্য বলেন বিট ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বর্তমান সরকার আইনের শাসনকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন বিট ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ এবং জনতা এক হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করবে। তিনি এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু রাসেল, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আরিফুল আলম তশর, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান সকিব খান টিপু, আমবাড়ী ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম,খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীগণ। সভায় বক্তাগণ বিট ও কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রিন্ট