ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে অধোরা পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও গুনীজনদের সংবর্ধনার দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ব্রা²ণ জাটিগ্রাম অধোরা পাঠাগার অডিটোরিয়ামে মো.হাসিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লেবাস সোয়েটার ইন্ড্রাস্ট্রিজ লি: চেয়ারম্যান তাজমিনূর রহমান তুহিন।
বিশেষ অতিথি ছিলেন, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যবসায়ী মিয়া মোহাম্মদ মুসা ও ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও উপস্থপনায় ছিলেন অধোরা পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুর রহমান।
এলাকায় শিক্ষা সাংস্কৃতি ও সামাজিক উন্নয়নে পাঁচ জন শিক্ষক, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় পাঁচজন বীর মুক্তিযোদ্ধা ও পাঁচটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রিন্ট