কুষ্টিয়ার খোকসায় কাঠের ফার্নিচারের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কালিবাড়ী রোডে অবস্থিত প্রতাপ আদিত্য’ সিং এর ফার্নিচারের শো-রুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কাঠের তৈরি খাট, সোফা, ড্রেসিং টেবিলসহ প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় মেশিনপত্র ও চেরাই কাঠ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক প্রতাপ আদিত্য সিং জানান আনুমানিক রাত ৩টার দিকে স্থানীয়রা আগুন টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার করলে আমি ঘটনাস্থলে এসে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় আগুন নিয়ন্ত্রণে না এলে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে কুমারখালী ফায়ার সার্ভিস এসে দুটি ইউনিটের যৌথ প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ভস্মিভুত হয়ে যায় সবকিছু । প্রতাপ আদিত্য সিং জানান তিনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী রিপন বিশ্বাস ।তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতাপ আদিত্য সিং কে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন। আর্থিক সহযোগিতা চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট