কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খোকসা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বিল্লাল হোসেন। এ সময় কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বিন্দু।

প্রিন্ট