ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমদাদুল ফকির।
তিনি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মোঃ এমদাদুল ফকির এর আগেও তিনি উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী।
সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, নির্বাচনে সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মোট ৮ জন ভোটারের সম্মতিতে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চারজন পুরুষ অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য এবং পরে তিন শিক্ষক সদস্য নির্বাচিত হয়।
প্রিন্ট