গাছ বিক্রির টাকা ভাগবাটোয়াকে কেন্দ্র করে আপন তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষে তিন ভাইসহ ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তালবাড়িয়া গ্রামের লাল মিয়ার পূত্র তৌহিদুর রহমান, তইবুর রহমান, শাহাদত হোসেন ও প্রতিবেশী আমিনুর রহমান। বর্তমানে তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিঙ্গাশোলপুর ইউনিয়নের মেম্বর স্থানীয় তাড়বাড়িয়া গ্রামের শফিকুর রহমান জানান, তালবাড়িয়া লাল মিয়ার একটি মাছের ঘেরের পাড়ে কয়েকটি মেহগিনি গাছ
বিক্রির টাকার ভাগবাটোয়াকে কেন্দ্র বৃহস্পতিবার এ সংষর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ৪জন আহত হয়।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ মাহমুদুরর রহমান বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।
প্রিন্ট