নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর নামে দায়ের কৃতমিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এগারখানের হাতিয়াড়া বাজারে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধন হয়। এসময় বক্তব্য রাখেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস পাঠক, কংকন পাঠক, মলায় কান্তি বিশ্বাস, বিলাস কুমার সরকার,সমীর কর, সুকান্ত গোস্বামীর স্ত্রী ইতি গোস্বামী, বিজয় বিশ্বাস, ইতিরানী, শিক্ষার্থী সবিজ পাল, শিক্ষার্থী হ্যাপী পাঠক,চৈতি গোস্বামী প্রমূখ।
|
বক্তরা অবিলম্বে সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর নামে দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ক্লাস বর্জনের ঘোষনাও দেন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট