মাগুরায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদক ও আত্মহত্যা প্রবণতা রোধে পারিবারিক ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৩ জানুয়ারি দুপুর ১২ টার সময় মাগুরা সেন্ট্রাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর হলরুমে কাজী আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন, BDERM মাগুরা জেলা শাখা, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও কস্তুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা এর আয়োজনে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ইতিহাসবিদ গবেষক ও সমাজ সেবক ডাঃ কাজী তাসুকুজ্জামান। সার্বিক পরিচালনায় মাগুরা সেন্ট্রাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এক্সিকিউটিভ ডাইরেক্টর এল.এইচ.এম জাহিদুল ইসলাম ও ডাঃ আশীষ কুমার সাহা।
সেমিনারে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা আব্দুল আওয়াল। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা আর্দশ কলেজ সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কস্তুরী সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক খান সম্পাদক বিল্লাহ।
৫ টি গুরুত্বপূর্ণ বিষয় সেমিনারে মাগুরা সেন্ট্রাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও আইকেয়ার এর ২০ জন সদস্য উপস্থিত ছিলো।
প্রিন্ট