ঢাকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo আইনি প্রক্রিয়া শেষে ছিনতাইকৃত ছাত্রদল নেতাসহ ২ জনকে আদালতে প্রেরণ Logo নগরকান্দায় কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত Logo গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল Logo খোকসায় শান্তিপূর্ণ, সুষ্ঠু সুন্দর নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত Logo রিভার প্রকল্পের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি Logo উপদেষ্টার নির্দেশনা মানলেন না বিএমডিএ চেয়ারম্যান Logo মধুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে স্কেল ও কলম উপহার Logo কালুখালীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত Logo নাটোরের বড়াইগ্রামে কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভাঙ্গায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এলাকার শীর্ষ মাদক বিক্রেতা জনির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তুরান (৩৩)। গতকাল সকাল সাড়ে ৯:২৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন তিনি। এর পেছনে স্থানীয় প্রভাবশালীদের ইন্ধন রয়েছে বলে পরিবারের অভিযোগ।

মাহমুদুর রহমান তুরান দৈনিক অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি। তাঁর মালিকানাধীন সেবা প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার সকালে স্থানীয় কয়েক দুর্বৃত্ত হামলা করে। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ভ্যানে করে পালানোর চেষ্টা করেন। জনী মুন্সীর নেতৃত্বে হাবিব শেখ, রতন মোল্লা সহ পাঁচ-ছয়জন ছোরা ও লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জহির জানিয়েছেন, তুরানের মুখ, ঠোঁটসহ নানা অংশে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে।প্রচুর রক্তক্ষরন হয়েছে।

তুরানের অভিযোগ, ওই দুর্বৃত্তরাই গত বছরের ১৭ মে তাঁর ওপর হামলা করেছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। এর জের ধরে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। জড়িতদের সবার নামে বিভিন্ন থানায় এদের বিরদ্ধে মাদক-চুরিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের আত্মীয় হওয়ায় পুলিশ তাদের নাগাল পায় না বলেও মনে করেন তিনি। এদের গডফাদার  স্থানীয় ওমর মোল্লা বলে জানা যায়।

তুরানের বাবা মাহবুব রহমান বলেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মহাশিন ফকিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন তাঁর ছেলে। ওই কর্মকর্তাকে পরে বদলি করা হয়। তাঁর ইন্ধনে ও স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের ইশারায় তুরানের ওপর হামলা হয়েছে। তিনি এতে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে  মামলা রুজু করেছি, আসামি ধরার জন্য তৎপরতা চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

error: Content is protected !!

ভাঙ্গায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এলাকার শীর্ষ মাদক বিক্রেতা জনির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :

ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তুরান (৩৩)। গতকাল সকাল সাড়ে ৯:২৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন তিনি। এর পেছনে স্থানীয় প্রভাবশালীদের ইন্ধন রয়েছে বলে পরিবারের অভিযোগ।

মাহমুদুর রহমান তুরান দৈনিক অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি। তাঁর মালিকানাধীন সেবা প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার সকালে স্থানীয় কয়েক দুর্বৃত্ত হামলা করে। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ভ্যানে করে পালানোর চেষ্টা করেন। জনী মুন্সীর নেতৃত্বে হাবিব শেখ, রতন মোল্লা সহ পাঁচ-ছয়জন ছোরা ও লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জহির জানিয়েছেন, তুরানের মুখ, ঠোঁটসহ নানা অংশে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে।প্রচুর রক্তক্ষরন হয়েছে।

তুরানের অভিযোগ, ওই দুর্বৃত্তরাই গত বছরের ১৭ মে তাঁর ওপর হামলা করেছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। এর জের ধরে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। জড়িতদের সবার নামে বিভিন্ন থানায় এদের বিরদ্ধে মাদক-চুরিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের আত্মীয় হওয়ায় পুলিশ তাদের নাগাল পায় না বলেও মনে করেন তিনি। এদের গডফাদার  স্থানীয় ওমর মোল্লা বলে জানা যায়।

তুরানের বাবা মাহবুব রহমান বলেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মহাশিন ফকিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন তাঁর ছেলে। ওই কর্মকর্তাকে পরে বদলি করা হয়। তাঁর ইন্ধনে ও স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের ইশারায় তুরানের ওপর হামলা হয়েছে। তিনি এতে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে  মামলা রুজু করেছি, আসামি ধরার জন্য তৎপরতা চলছে।


প্রিন্ট