জ্বালানি তেল,বিদ্যুৎ, গ্যাস, সার সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিষ্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকাল চারটায় জ্বালানি তেল,বিদ্যুৎ, গ্যাস,সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল এর নেতৃত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি জনাব আজাদ আবুল কালাম,জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার প্রমূখ।
এ সময় বক্তারা জ্বালানি তেল,বিদ্যুৎ, গ্যাস, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান। বর্তমান সরকারের ছত্র ছায়ায় বিদেশে টাকা পাচারকারী,ঋণ খেলাপীদের তালিকা প্রকাশের দাবি করেন ও যাদের অনুমোদনে ব্যাংক ঋণ পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে বলেন।
এছাড়াও তারা নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেন এবং আগামী নির্বাচনের জন্য ৮৭১১ কোটি টাকার ইভিএম এর সরঞ্জাম কেনার যে বিল একনেকে পাশ হয়েছে তা বাতিল করার দাবি জানান।
প্রিন্ট