ফরিদপুরে শহীদ সুফি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শহীদ সুফি সমাজ কল্যাণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঝিলটুলী বয়েজ ক্লাব ও এফসি বারী একাদশ ।
শহরের অম্বিকা ময়দানে সোমবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের দুটি সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে উঠে দল দুটি। দিনের প্রথম খেলায় ঝিলটুলী বয়েজ ক্লাব প্রতিপক্ষ চৌরঙ্গী বয়েজ ক্লাব কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে রাব্বি।
এই খেলায় মাহিন কে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
দ্বিতীয় খেলায় এফসি বারী একাদশ ১-০ গোলের ব্যবধানে রামধনী সেবা সংঘ কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে জুনেদ।
আগামী ১৭ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।
প্রিন্ট