কুষ্টিয়া জেলায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমস বাংলাদেশ ২০২৩ এর ভলিবল টুর্নামেন্টে কুষ্টিয়া সদরকে ২-১ সেটে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে খোকসা তরুণী দল।
শনিবার দুপুরে কুষ্টিয়া মোহিনী মহন বিদ্যাপীঠ মাঠে কুমারখালী তরুণী দলকে সেমিফাইনালে ২-০ছেটে পরাজিত করে। এবং বিকেলে কুষ্টিয়া সদর উপজেলাকে ২-১ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খোকসা তরুণী দল চ্যাম্পিয়ন হওয়ায় খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সকল খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
প্রিন্ট