কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৯ বোতল দেশীয় মদ সহ বিধান কুমার শর্মা(৩৫) কে আটক করা হয়েছে । আটক বিধান কুমার শর্মা কুষ্টিয়া জেলার খোকসা থানার কালীবাড়ি গ্রামের বিনয় কুমার শর্মার ছেলে ।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২,সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিধান কুমার শর্মাকে ৯ বোতল দেশীয় মদ সহ আটক করে ।
আটককৃত ৯ বোতল দেশীয় মদ, যাহার আনুমানিক মূল্য ১১,০০০/- (এগারো হাজার) টাকা।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।