আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বর্ষিয়ান নেতা বিপুল ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগ জনিত সমস্যায় তিনি মঙ্গলবার রাতে ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। হার্ট ফাউন্ডেশনের দায়িত্বরত চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন বর্তমানে হাসপাতালেই তিনি।
পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে, গত দুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চতুর্থ বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান ত্যাগী নেতা। আর এই খবর ফরিদপুরে চাউর হওয়ার সাথে সাথেই তার বাসায় আসতে থাকে তৃণমূলের হাজার হাজার নেতা কর্মী। প্রতিটি নেতাকর্মীর সাথে সাক্ষাৎ কালীন সময়ে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। এই অতিরিক্ত চাপের কারণেই তার এমনটি হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।
হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামিম সাংবাদিকদের বলেন, সামনের কয়েকদিন হয়তো তাকে হাসপাতালে থাকতে হতে পারে। এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকা এবং জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চারবারের কেন্দ্রীয় কমিটির সদস্য আওয়ামী লীগের নেতা বিপুল ঘোষকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয় সোমবার।