কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও বাডাসের খোকসা রুরাল হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে খোকসায় দুইটি সরকারী কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ও বড়ইচারা কমিউনিটি ক্লিনিকে বিনামুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদে ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই- মাহবুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য ডা. রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মতিয়ার রহমান লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন ডা. আহসান হাবিব নূর, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোকসা রুরাল হেলথ কেয়ারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব।
বিনামূল্যে দুটি ক্যাম্পিংয়ে প্রায় ৪শ রুগী দেখা হয় এবং তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা পত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রিন্ট