ফরিদপুরের ঐতিহ্যবাহী হাজী শরীয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বুধবার বিকালে এক উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয় ।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী , সহকারী কমিশনার(ভূমি) জিয়াউর রহমান, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির , হাজী শরীয়ত উল্লাহ বাজারের সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার, সহ-সভাপতি এম এম মুসা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু।
সভায় বক্তারা এই বাজারের উন্নয়নে তাদের কর্মপন্থা তুলে ধরে বলেন বিগত বছরগুলোতে এই বাজারের কোন উন্নয়ন হয়নি। অন্যান্য বাজার যেখানে উন্নত হয়েছে সেখানে এ বাজার পিছনে পড়ে আছে। আগামী এক বছরের মধ্যে এ বাজারে দৃশ্যমান কাজ চোখে পড়বে বলে সভায় জানানো হয়।
প্রিন্ট