ফরিদপুরের আলফাডাঙ্গা সীমানা সংলগ্ন কাশিয়ানী ভাটিয়াপাড়া বড়বাজার আল মদিনা সুপার সপ ও অভিজাত মার্কেটিং গ্রুপের কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আল মদিনা সুপার সপের ক্রেতাদের জন্য ফ্রি লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর শনিবার দিন ব্যাপী ভাটিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায়, ভাটিয়াপাড়া বাজার বণিক সমিতির তত্ত্বাবধানে ও ভাটিয়াপাড়া শহীদ স্মৃতি সংঘের সার্বিক সহযোগীতায় ফ্রি লাটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নূর মোহাম্মাদের সভাপতিত্বে ভাটিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সহসভাপতি হারুন কাজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, ভাটিয়াপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শরীফ, সদস্য উৎপল সরদার, বীর মুক্তিযোদ্ধা পশু চিকিৎসক আউবুর রহমান প্রমুখ। এসময় ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ও পাঁচ শতাধিক ক্রেতাগণ উপস্থিত ছিলেন।
আল মদিনা সুপার সপ ও অভিজাত মার্কেটিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ লিয়াকত আলী পলাশের একান্ত প্রচেষ্টায় ও তার সুযোগ্য দুই পুত্র অত্র প্রতিষ্ঠানের পরিচালক বড় ছেলে সাকিব আহম্মেদ বাপ্পি ও ছোট ছেলে সৈয়দ মুনিব আহম্মেদ সাব্বিরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে অভিজাত মার্কেটিং গ্রুপ।
সৈয়দ লিয়াকত আলি পালাশ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আল মদিনা সুপার সপের ত্রেুতাদের জন্য আমাদের এ ক্ষুদ্র আয়োজন। আপনাদের উপস্থিতিতে আমাদের ব্যবসা আরও বেগবান হবে। আগামী বছর আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো। সারা বছর জুড়ে থাকবে আমাদের আল মদিনা সুপার সপের ফ্রি লটারীর আয়োজন। নির্দিষ্ট দামের পন্য ক্রয় করলেই পাবেন ফ্রি লটারী। আপনারা আমাদের সুপার সপ থেকে সাশ্রয়মূলে সারা বছর পণ্য ক্রয় করতে পারবেন। আশা রাখি আপনারা সারা বছর আমাদের সাথে থাকবেন।