ফরিদপুর জেলা অটোটেম্পো, অটোরিক্সা, সিএনজি গ্যাস, ডিজেল ও পেট্রোল চালিত মালিক সমিতির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টায় শহরস্থ গোয়ালচামট জেলা পরিষদ মার্কেটে নিজেস্ব কার্যালয়ে এই শপথ পাঠ করান পৌর কাউন্সিলর, ফরিদপুর মোটর ওয়াকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির।
এ সময় শপথ গ্রহণ করেন ৩ বছরের জন্য মনোনীত মালিক সমিতির সভাপতি মোঃ মুনছুর মিয়া লাবলু, কার্যকরি সভাপতি তাপস অধিকারী, সহ-সভাপতি মোঃ আবু জাফর, সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুন্নু সেক, সহ-সম্পাদক মোঃ কামরুজ্জামান কামো, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আবুল কাশেম মোল্যা, দপ্তর সম্পাদক নূর আলী মল্লিক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বিশ্বাস, সড়ক সম্পাদক মোঃ রাসেল সেক, মোঃ জালাল সেক, মোঃ আলমগীর সেক।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অনুষ্ঠানের মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, শপথ গ্রহণ আলোচনা ও নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রিন্ট