ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী সরকারি এম এন একাডেমীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে উঠে। রবিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমূখ। এসময় অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।