বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশনে (BIAA) পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকালে রাজধানী ঢাকার সেগুন বাগিচা এলাকায় শীতার্ত, গরীব, দুস্থ অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন (BIAA) এর পরিচালক জনাব, মোঃ ইদ্রিস আলী মোল্লা, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, অভিযান ক্লাব ঢাকার সাধারন সম্পাদক মোঃ ইউছুফ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কম্বল বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন (BIAA) এর পরিচালক মোঃ ইদ্রিস আলী মোল্লা বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো। হঠাৎ প্রচন্ড শীত ও সত্য প্রবাহের মাঝে কম্বল পেয়ে সকলকেই খুব উৎফুল্লহ দেখতে পেলাম। শীতকালীন সময়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
প্রিন্ট