ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে চলছে পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই খেলায় মোকাবেলা করছে ১০নং ওয়ার্ড বনাম ১১ নং ওয়ার্ড। আর খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ১১ নং ওয়ার্ড।
তবে সবার নজর ছিল ৪ বিদেশি খেলোয়াড়দের দিকে। এরা হচ্ছেন শোলে মুসা , মুনজি , এরিক ও আইকে।
এদের মধ্যে সোলে মুসা ও মুনজি ১১ নং ওয়ার্ড দলের পক্ষে খেলেছেন। খেলার দ্বিতীয়ার্ধে একটি গোল করেছেন সোলে মুসা। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তিনি জানান তিনি গত বছর বারিধারা স্পোটিং ক্লাবে খেলেছিলেন। এ বছর খেলছেন মোহামেডানে। ব্যক্তিগত জীবনে তিনি খেলাধুলা নিয়ে থাকেন ।
দেশের বাড়ি কঙ্গোতে। জীবন ও জীবিকার প্রয়োজনে তিনি বাংলাদেশে এসেছেন । সব মাঠে খেলাধুলা করছেন । তবে প্রথমবার তিনি ফরিদপুর এসেছেন এখানকার দর্শকদের আচরণে তিনি মুগ্ধ। এরা অত্যন্ত অতিথি পরায়ন ও ভালো । অন্যদিকে হেরে গেল অপর বিদেশী খেলোয়ারেরাও শিকার করেন এখানকার দর্শকেরা খুব ভালো। তারা খেলোয়ারদের মূল্যায়ন করতে জানেন ভালো খেলার প্রশংসা করতে জানেন।
যদি ভবিষ্যতে কোন দল তাদের ডাকে অবশ্যই তারা তাদের যোগ্যতা প্রমাণ করবে এবং তাদের সর্বোচ্চ দেবার চেষ্টা করবে।
চারজন বিদেশি বাংলাদেশে অনেকদিন যাবত বসবাস করছে তবে ফরিদপুরে তারা এই প্রথমবার। এখানকার দর্শক পরিবেশমাঠ এবং সব কিছু মিলে তাদের অত্যন্ত ভালো লেগেছে । এবং শুভেচ্ছা জানিয়েছে ফরিদপুর জেলা দলের জন্য। এই জেলা থেকে যদি একাধিক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পায় তাহলে অনেকদিন তারা সার্ভিস দিতে পারবে জাতীয় দলের জন্য।
সর্বোপরি ভালো দর্শক , চমৎকার পরিবেশ এবং এত সুন্দর ব্যবস্থাপনা থাকায় তারা সবাই মুগ্ধ।
প্রিন্ট