মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ১.৩০ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাগুরা স্টেশনের অফিসার সোহাগ উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৯টি দোকানঘর ভষ্মিভূত হয়ে যায় বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনফেকশনারি, ঔষধের দোকান, বাস কাউন্টার, চায়ের দোকান ও ফলের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে আগুনে দোকান ভষ্মিভূতের খবর জানার পর স্থানীয় নাকোল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন ।
প্রিন্ট