পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনিসহ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে সকাল ৮টায় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।
এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শারীরিক কসরত প্রদর্শনী। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট শামসুদ্দিন খবির, কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মাজহারুল হক, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,উপজেলা চত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রিন্ট