কুষ্টিয়ার খোকসায় বাটাহাম্বার ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। জানাগেছে খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের দশকাহুনিয়স গ্রামের বালি ভর্তি বাটাহাম্বার ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনসার সদস্য উজ্জল শেখ (৪২) ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় খোকসা জানিপুর ইউনিয়ন দশকাহুনিয়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু আনসার সদস্য মোঃ উজ্জল শেখ (৪২), পিতা মোঃ দলিল উদ্দিন শেখ, গ্রাম – চতুরিয়া, ডাকঘর -মাশালিয়া, থানা-শ্রীপুর, জেলা মাগুরা। আনসার সদস্য আইডি নং -৪২৯৮৫। সে খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর সোনালী ব্যাংক শাখায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
মৃত উজ্জল শেখ তিন কন্যা জনক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘাতক গাড়িটি ইউেপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে বলে জানান খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। এ ব্যাপারে খোকসা থানায় মামলা হয়েছে, মামলা নম্বর-৮।