ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা পূর্বের ন্যায় বহাল,শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতা মূলক করা,শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউনিনের বিবর্তনবাদ বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে আজ রবিবার বেলা পৌনে বারোটায় সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মুফতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ফরিদপুর শহরের কাঠপট্টি থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা পূর্বের ন্যায় বহাল,শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতা মূলক করা,শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউনিনের বিবর্তনবাদ বাদ দেয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব খন্দকার ওহিদুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ ইমরান নাজির,ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব মাওলানা মোফাজ্জল হোসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।
|
বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ ১০ দফা দাবিতে ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রিন্ট