আজ ৪ ডিসেম্বর ২০২২ কুষ্টিয়া জেলার খোকসা হানাদার মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হচ্ছে। ১৯৭১ সালে আজকের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা খোকসা থানা হানাদার মুক্ত করে স্বাধীন করেন।
খুলনা বিভাগের মধ্যে খোকসা উপজেলা প্রথম হানাদার মুক্ত হয়। উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও গেরিলা বাহিনী একের পর এক হামলা চালিয়ে পাকিস্থানি হানাদার বাহিনীর ও দেশীও শত্রুদের পরাজিত করে। অবশেষে পাকিস্থানি হানাদার বাহিনী খোকসা থানা এসে অবস্থান করে খবর পেয়ে মুজিববাহিনী ও গেরিলা বাহিনী যৌথভাবে এক অভিযান চালান। মুজিব বাহিনীর ও গেরিলা বাহিনী প্রচন্ড আক্রমণ পাকিস্থানি হানাদার বাহিনী পরাজিত হয়।
এসময় কিছু পাকিস্থানি হানাদার বাহিনীকে আটক করা হয়। খোকসা থানা সহ সকল এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে।
১৯৭১ সালে ৪ ডিসেম্বর আজকের এই দিনে হানাদার মুক্ত হয় খোকসা থানা। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কুষ্টিয়া -৪ খোকসা-কুমারখালির সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট