৩ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে তারা এই কর্মসূচী পালন করে।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলা থেকে আসা ইটভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সহ–সভাপতি কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, নির্বাহী সদস্য মিজানুর রহমান মাসুমসহ অন্যান্যরা।
বক্তারা, ২০১৯ সালের ইটভাটা আইন সংশোধন, প্রত্যেক ইটভাটার পরিবেশ ছাড়পত্র প্রদাণ ও অভিযানের নামে ইটভাটা ভাংচুর বন্ধের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করেন তারা।