ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে দেশের বিভিন্ন স্থানের কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে সদরপুর সাহিত্য পরিষদের সভাপতি করিম রেজা বাবু ও সদরপুর কন্ঠ চয়নের সভাপতি কবির হোসাইনের আয়োজনে বাইশরশি জমিদার বাড়ির বাগান বাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মোঃআহসান মাহমুদ রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, কবি আলমগীর রেজা চৌধুরী, খন্দকার অহিদুজ্জামান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.কাকলী মুখ পাধ্যায়। অনুষ্ঠানে দেশের প্রায় দুইশতাধিক কবি সাহিত্যিক উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানের শেষে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার কৃষ্ণপুর ইউনিয়নের চলমান দাঙ্গা হাঙ্গামায় ক্ষতি গ্রস্থ সাধারণ মানুষের বর্তমান অসহায়ত্বের পরিস্থিতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। সবশেষে অতীতের ঐতিহ্য কলার পাতায় সবার মাঝে খিচুরী বিতরণ করা হয়।
প্রিন্ট