ফরিদপুরে এইচআইভি এইডস প্রতিরোধে লাইট হাউসের উদ্যোগ এক সচেতনামূলক সভা আজ মঙ্গলবার বেলা বারোটায় সিভিল সার্জন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, সাংবাদিক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য, সিবিও প্রতিনিধি বৃন্দ, অংশগ্রহণ করেন।
লাইট হাউস ফরিদপুরের ইনচার্জ মোহাম্মদ পলাশ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, লাইট হাউস একটি বেসরকারি মানবাধিকার স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংস্থা। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের গ্রামীণ ও শহরে দরিদ্র প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, যৌন সংখ্যালঘু, হিজড়া আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বর্তমানে লাইট হাউস আইসি ডি,ডি,আর,বির ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় জাতীয় এইডস /এস টিডির পোগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে প্রয়োরটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর দা পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্পটি ১৮ টি জেলার ২৫টি সার্ভিস সেন্টারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পুরুষ হিজরা, জনগোষ্ঠীর জন্য এইচআইভির এইডস প্রতিরোধে কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করছে।
বক্তারা বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন মোঃ আব্দুল গফফার ওসি তদন্ত, সাংবাদিক শ্রাবণ হাসান, গণসাস্থ্য কেন্দ্ এর প্রজেক্ট ম্যানেজার জুলফিকার আলী। সভায় বক্তারা লাইট হাউজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এছাড়া সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে বলেন। এদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেদিকে কাজ করতে হবে। এজন্য এ প্রতিষ্ঠানকে আরো বেশি তৎপরতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রিন্ট