বাংলাদেশের সিলেটে এখন অবস্থান করছেন ১৮ টি ভিনটেজ গাড়ি নিয়ে ৪৫ ব্রিটেনবাসী পর্যটক । গত ৬ এপ্রিল ভারত থেকে বাংলাদেশের তামাবিল সীমান্ত দিয়ে প্রবেশ করে এসব গাড়ী ।
জানা আয় এই ব্রিটেন পর্যটকেরা ৫০-৮০ এর দশকের এসব বিখ্যাত কোম্পানির গাড়িগুলি এই ভ্রমণে অন্তর্ভুক্ত করেছে।এছাড়াও মার্সিডিজ, আইস্টেন হেলি, জাগুয়ার, ভলভো, বারান্দা কোম্পানির গাড়ি ও রয়েছে এই বহরে। ৩টি দেশে, ২০ দিনে এবং ৩২৪৪ কিলোমিটার ড্রাইভ ড্রাইভ করে এই গাড়ীগুলি। এটি হল পূর্ব হিমালয় র্যালি ২০২২। ডেস্টিনেশন র্যালি দ্বারা সংগঠিত একটি অ্যাডভেঞ্চার র্যালি, যা বিশ্বব্যাপী ক্লাসিক এবং ভিন্টেজ কার র্যালিতে পারদর্শী।
দ্য জার্নি ওয়ালেট হলো র্যালিটির স্থানীয় সংগঠক কারণ এটি বাংলাদেশ পেরিয়ে কলকাতায় ফিরে আসে । পর্যটকেরা শিলং হয়ে তামাবিল, সিলেট হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আগামী ৬ দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাঁরা ভ্রমণ করবেন ।
প্রিন্ট