মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষি উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদন কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার ৭ নভেম্বর বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ চত্বরের হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি শ্রীপুর এর আয়োজনে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত, কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ শ্রীপুর উপজেলা ইকরাম আলী বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান সহ গণ্যমান্য ব্যক্তিগণ। জন প্রতি কৃষকদেরকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রিন্ট