শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মাগুরায় ভারনারেবল ইউমেন বেনিফিট (ভিডব্লুউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে মাগুরা সদর উপজেলায় উপকারভোগী বাছাই অথবা নির্বাচন সংক্রান্ত পরিপত্রের উপর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৭ নভেম্বর সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন মাগুরা সদর ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা প্রোগ্রাম অফিসার আঞ্জু-মান আরা মাহমুদা।
প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনোতোষ কুমার মজুমদার, মাগুরা জেলা সমাজ সেবা অফিসার ঝুমুর সরকার।
এছাড়াও সভায় উপস্থিত উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মিলন হোসেন, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক আখরোট, চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান, কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু বিশ্বাস, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি মাওলানা ওসমান গনি, আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস সহ ১৩ ইউনিয়ন পরিষদের সচিব গণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট