কুষ্টিয়ার খোকসায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও সমাপনী। সোমবার এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যলির আয়োজন করা হয়, র্যলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষ উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে ডিজিটাল মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা । উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক তারিকুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রামার বুলবুলি খাতুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ। ডিজিটাল উদ্ভাবনী মেলা ৩০ টা বিভিন্ন দপ্তরের সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকগণ।
উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন দপ্তরের বসেছে ৩০টা স্টোল। বিকেলে ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরণ করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, প্রধান অতিথি (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা ।
প্রিন্ট