মোঃ আমজাদ আলীঃ
২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত্রী অনুমান ০৪.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার হাকিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ বাসুদেবপুর বিজিবি ক্যাম্প হতে অনুমান হাফ কিলোমিটার উত্তরে আপ্তইর মৌজাস্থ হাকিমপুর হতে বিরামপুরগামী পাঁকা রাস্তায় কালভার্ট ব্রীজের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওত পেতে থাকা ডাকাত দলের মধ্যে ০৭ কে গ্রেফতার করে এবং বাকি ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
.
গ্রেফতারকৃত আসামীঃ উপজেলার সিপি মুন্সিপাড়ার মৃত আকবর মুন্সির ছেলে মোঃ গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভুট্টু মুন্সির ছেলে মোঃ সানি (২৩), মধ্য বাসুদেবপুর গ্রামের সিরাজুলের ছেলে মোঃ সাজু (২৭), মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকার মৃত ইসার উদ্দিনের ছেলে মোঃ আলম (৩২) ও মোঃ বাবু মিয়া (২৫), মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ জনি (২৮) ও ইদুল এর ছেলে মোঃ বাপ্পি (২৮) ।
.
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১ টি ছুরি, ২ টি হাসুয়া, ১ টি লোহার চার সুতি রড, ১ টি চাইনিজ কুড়াল, ৪ টুকরা নাইলনের হালকা নীল রংয়ের রশি, ১ টি লাল-সবুজ-কালো রংয়ের গামছা, ১ টি সাদা-লাল-কালো রংয়ের পুরাতন গামছার টুকরা, ১ টি লাল রংয়ের পুরাতন টি-শার্টের অংশ, ১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট, ২টি কাটার, ১টি বড় ত্রিপল এবং জব্দ করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ হাকিমপুর থানায় মামলা রুজু করা হয়।
.
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের প্রত্যেকের নামে একাধিক চুরি, দস্যুতা ও মাদক মামলা রয়েছে।
প্রিন্ট