মাগুরায় ২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় ০৩ (তিন) দিনব্যাপি উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ সমাপ্তি হয়। বৃহস্পতিবার ৩ নভেম্বর দুপুর ১ টার সময় খামারবাড়ি প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরা এর আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
তিন দিনব্যাপি তেল ফসলের উৎপাদন ট্রেনিং পরিচালনা করেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার (ডিটিও) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা মোঃ মোশাররফ হোসেন।
৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ে ৩ দিনব্যাপি তেল ফসলের উৎপাদন ট্রেনিং এ অংশ গ্রহণ করেছে। জেলা প্রশিক্ষণ অফিসার (ডিটিও) জানান, ২০২২-২৩ অর্থ বছরে ৪০% তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তেল জাতীয় ফসল গুলো হলো- সরিষা, সূর্যমুখী, তিল, চীনাবাদাম ইত্যাদি ফসল সমূহ।
এর মধ্যে সরিষা তেল ফসলের উৎপাদন টার্গেট হলো ৮০% এবং বাকী ২০% হলো সূর্যমুখী, তিল, চীনাবাদাম সহ অন্যান্য ফসল। গত বছর ২০২১-২২ অর্থ বছরে ১৩ হাজার ৩০০ শত ৯ হেক্টর সরিষা তেল এবং এই বছর ২০২২-২৩ অর্থ বছরে ১৫ হাজার ৬ শত ৪৪ হেক্টর উচ্চ ফলনশীল জাত বারী সরিষা ১৪, বারী ১৮, বিনা সরিষা ৪, ৯ বারী সরিষা ১৪, ১৬, ১৭ এই সব উন্নত এবং স্বল্প জীবনকালে সরিষার উন্নতজাত মাঠ পর্যায়ে আবাদ বৃদ্ধির করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট