এক গ্রাম এক সমিতি সিভিডিপির মূলনীতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)- ৩য় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার ২ নভেম্বর সকাল ৯ টার সময় বিআরডিবির হলরুমে সিভিডিপি-৩য় পর্যায়, বিআরডিবি মাগুরা সদর এর আয়োজনেই-প্রশিক্ষণ হয়। মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক সিভিডিপি-৩য় পর্যায় মাগুরা সদর, মাগুরা দেবাশীষ কুমার দাশ।
এছাড়াও প্রশিক্ষণ ট্রেইনার ছিলেন, সমবায় অফিসার মাগুরা সদর বিরাজ মোহন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার মাগুরা সদর মোঃ হুমায়ন কবীর। প্রশিক্ষণে বিআরডিবি (সিভিডিপি) এর ৫০ জন পুরুষ ও নারী সদস্যগণ অংশ গ্রহণ করে।
প্রিন্ট